৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেডিও মহানন্দার ৪র্থ প্রতিষ্ঠা-বার্ষিকী উৎযাপন

ধাপে ধাপে রেডিও মহানন্দা’র চার বছর অতিবাহিত হয়ে গেল । অতিবাহিত দিনগুলি ও কার্যক্রমগুলিকে মনে রাখা ও র্কাযক্রমে নব সতজেতা ফিরিয়ে আনার লক্ষ্যে রেডিও মহানন্দা’র ৪র্থ প্রতিষ্ঠা-বার্ষিকী এবং বনভোজনের আয়োজন করা হয়।

গত ২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ‘রেডিও মহানন্দা’ সম্প্রচারের জন্য লাইসেন্সপ্রাপ্ত হয়। তাই “পাঁচ এ পা” শ্লোগানটিকে সামনে রেখে ১ জানুয়ারি ২০১৫ শুক্রবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণপুর হর্টিকালচার সেন্টার এ ৩৫০ শ্রোতার উপস্থিতিতে রেডিও মহানন্দার ‘৪র্থ প্রতিষ্ঠা-বার্ষিকী ও বনভোজনের’ আয়োজন করা হয় । ১ জানুয়ারী-২০১৬ সকালে রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শ্রোতা ফোরামের সদস্যবৃন্দ, রেডিওর কলাকুশলীবৃন্দ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাধারণ ও নির্বাহী কিমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জেলা ও অন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুরে রেডিও মহানন্দা কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের অক্ট্রয়মোড়-স্টেডিয়াম-নবাবগঞ্জ সরকারি কলেজ-হরিমোহন-গাবতলা-সবুজসংঘ মোড়-হুজরাপুর হয়ে পায়ে হেটে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের আম্রকাননে গিয়ে শেষ হয়। সেখানে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। চলতে থাকে সঙ্গীত, কৌতুক, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অনির্ধারিত শিল্পী, শ্রোতা ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন।
দুপুরে অনুষ্ঠানে আসেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। বনভোজনের পর রেডিও মহানন্দার জন্মদিনের সঙ্গীতের সাথে সাথে কেক কেটে জন্মদিনের  উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরসহ অতিথিবৃন্দ। এর পর তৃতীয় প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। অতিথিদের ফুল দিয়ে বরণের পর আলোচনা অনুষ্ঠানে একেএকে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেস আলী মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন, বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শ্রোতা আব্দুস সালামসহ আর অনেকে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সহকারী পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ অন্ধকল্যাণ সমিতিরি সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডা. আয়াজ উদ্দিন আয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক শাহ আজাদ ইকবাল, উপপরিচালক নাসের উদ্দিন সজল, রেডিও মহানন্দার  সহকারী স্টেশন ম্যানেজার তাকিউর রহমানসহ অন্যান্যরা।
সমগ্র আয়োজনের সঞ্চালনায় ছিলেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। পরে প্রয়াস ফোক থিয়েটারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় রেডিও মহাননদার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

Scroll to Top