বৃহস্পতিবার :: ০৭.০৬.২০১৮
নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৭ সদস্যের নতুন এই মন্ত্রিসভার ১১ জনই নারী। প্রধানমন্ত্রী সানচেজের নারীবাদী হিসেবেই পরিচিত রয়েছে। তিনি স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টিরও নেতা। মারিয়ানা রাজয় গত সপ্তাহে স্পেনের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর পেদ্রো সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।