রবিবার :: ২৪.১২.২০১৭
মিয়ানমারের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গাকে দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগে নবীন নৌ সদস্যদের আহ্বান জানান। আজ সকাল ১১টায় নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় নৌবাহিনীর প্রধান এডমিরাল মুহাম্মদ নিজামউদ্দিন আহমেদ তাঁকে স্বাগত জানান। প্রথমে একটি খোলা জিপে করে বার্ষিক প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনী বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পাসিং আউটের কুচকাওয়াচ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।