সোমবার :: ১১.০২.২০১৯
ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচেও মুশফিকুর রহিম আর মাহমুদ উল্লাহ আবারও হাল ধরলেন বলে বিপর্যয় ঘনীভূত হয়নি আরো। তাঁদের দুজনের ফিফটির সঙ্গে সাব্বির রহমানেরও একটি সময়োপযোগী ইনিংস যোগ হওয়ায় বাংলাদেশের সংগ্রহ আড়াইশ এর কাছাকাছি গেল বটে, কিন্তু তাতে শেষরক্ষা হলো না। ১১ বল বাকি থাকতেই নিউজিল্যান্ড একাদশ ৮ উইকেট হারিয়ে সফরকারীদের ২৪৭ রান তাড়া করে ফেলল। তাই ২ উইকেটের হার দিয়েই সফর শুরু করল বাংলাদেশ এবং সেই সাথে প্রস্তুতি ম্যাচে হারের অস্বস্তি নিয়েই নেপিয়ারে আগামী ১৩ ফেব্রুয়ারির প্রথম ওয়ানডের জন্য অপেক্ষা এখন বাংলাদেশের।