বুধবার :: ০৬.০৫.২০১৮
শিবগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজী প্রোগ্রাম ফেজ -২ এর আওতায় মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে মনাকষা গাভি পালন সি.আই.জিতে নেপিয়ার পাকচং ঘাষ চাষ প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আজ সকালে ঘাষ চাষি সাদিকুল ইসলামের ঘাষের জমিতে প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম। শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ এবং প্রকল্পের সিলগন, সি.আইজি ও নন সিআইজির সদস্যবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার শতাধিক খামারী। সভায় ডা. সুব্রত কুমার সরকার নেপিয়ার পাকচং ঘাসের চাষ পদ্ধতি, রোপন পদ্ধতি, কাটিং করার নিয়মাবলী, উৎপাদন খরচ, খাওয়ানোর নিয়মবলী ও বাজারজাত করণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরো বলেন, এ ঘাসের ফলে গাভি পালনের ক্ষেত্রে খাদ্য খরচ ৭০% কমবে এবং গাভীর দ্ধু নিশ্চিত ভাবে উল্লেখ যোগ্য হারে বাড়বে।