বুধবার :: ৩০.০৫.২০১৮
সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আর্জেন্টটিনা দল বনাম ব্রাজিল দলের মধ্যে খেলায় ব্রাজিল ৩-২ গোলে আর্জেন্টটিনা দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল ৩ টি করে শান্ত, স্বপন, দেলোয়ার এবং অপর দলের গোল ২ টি করে হাসিব।