বুধবার :: ২০.১২.২০১৭
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা করতে আর্ন্তজাতিক সব মহলকে একযোগে কাজ করা জরুরি। আজ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তুরস্কের প্রধানমন্ত্রী আজ বেলা ১১ টার পর বিমানযোগে কক্সবাজার পৌঁছান। সেখানে তিনি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ও দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।