মঙ্গলবার :: ১৯.০৬.২০১৮
বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে পানামা। কিন্তু রাশিয়া বিশ্বকাপে ছোট দলগুলো যেন মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বড় দলগুলোর সামনে। ফেবারিটদের হোঁচট খাওয়ার বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষেও বেশ শক্ত রক্ষণভাগ নিয়ে প্রায় আটকে ফেলেছিল পানামা কিন্তু শেষ রক্ষা হয়নি নবাগত দলটির। গতকাল মার্টেনসের অসাধারণ গোল এবং রোমেলু লুকাকুর জোড়া গোলে পানামাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো বেলজিয়াম। অথচ ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতা। এডেন হ্যাজার্ড-লুকাকুদের গড়া আক্রমণভাগ কোনোমতেই পারছিল না পানামার রক্ষণভাগকে ভাঙতে। অবশ্য বেশ কিছু আক্রমণ গড়েছিল তারা, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রথম ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুর”তেই সাফল্য পেয়ে যায় বেলাজিয়াম। দ্বিতীয় মিনিটেই লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড দ্রিস মার্টেনস।