মঙ্গলবার :: ১০.০৭.২০১৮
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ইমাম ও পুরোহিতদের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন ইমাম সমিতির সেক্রেটারি আব্দুর রহিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নামো সংকরবাটি হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন ও পুরোহিত রাজপুত সরকার। এসময় পীসের উপজেলা ফিল্ড অফিসার জহুরুল হকসহ ৫০ জন ইমাম ও পুরোহিত উপস্থিত ছিলেন। বেসরকারি সংস্থা রুপান্তরের সহাযোগীতায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।