মঙ্গলবার :: ১৯.১২.২০১৭।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকার প্রশংসা করে বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হচ্ছে। প্রধানমন্ত্রী আজ মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এর গ্র্যাজুয়েশন উৎসবের বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা ‘জ্ঞানেই নিরাপত্তা’ কলেজের এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশকে টেকসই উন্নয়ন এবং আত্ম নির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।