বুধবার :: ২৪.১০.২০১৮
ভারতের পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি স্টেশনে একসঙ্গে আটটি ট্রেন আসার পর প্রবল ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে দুজন নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন। সাঁতরাগাছি রেল স্টেশনে প্ল্যাটফর্ম ছয়টি। কিন্তু ফুটব্রিজ দু’টি এবং মূল ফুটব্রিজ সংকীর্ণ হওয়ায় সেখানেই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫২ মিনিটের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আটটি ট্রেন এসে পড়ে। সেই ঘোষণা শুনে তড়িঘড়ি ট্রেন ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।