রবিবার :: ২৪.১২.২০১৭
৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে পলশা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার সকালে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আজিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ীক ও সাবেক ছাত্র নেতা সামিউল হক লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম, ১নং বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আল মামুন জয়ার্জ, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করসহ স্থানীয় আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।