বুধবার :: ২০.১২.২০১৭
কয়েকদিন আগেই আগামী ২০১৯ সাল থেকে পরবর্তী চার বছরের জন্য নতুন প্রস্তাবিত এফটিপি সূচি ঘোষণা করেছিল আইসিসি। তবে প্রস্তাবিত সেই সূচিতে কিছু পরিবর্তন এনে ফের তা প্রকাশ করেছে আইসিসি। আর পরিবর্তিত সেই সূচিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের। ছয় দিন আগে প্রকাশিত সূচিতে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি- টোয়েন্টি পেয়েছিল বাংলাদেশ। পরিবর্তিত সূচিতে টাইগারদের টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই থাকছে। তবে টি-টোয়েন্টি বেড়ে তা ৪৪ এ দাঁড়িয়েছে।