মঙ্গলবার :: ২২.০৫.২০১৮
মাদক সেবনের দায়ে ১ব্যক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘী গ্রাম থেকে গোমস্তাপুর উপজেলার কাঞ্চণতলা গ্রামের খোষ মোহাম্মদের ছেলে ফন্টুকে গাঁজা সেবন অবস্থায় নাচোল থানার এএসআই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে আটক করেন। এব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও আসামীকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।