মঙ্গলবার :: ০৪-১২-২০১৮
প্রার্থীতা ফিরে পেতে আপিল আবেদনের দ্বিতীয় দিনে ২৩৪ জন নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আটটি বিভাগের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আলাদা আলাদা বুথে আপিল গ্রহণ করেন ইসি কর্মকর্তারা। এর আগে, গতকাল প্রথম দিন ৮৪টি আবেদন পড়েছিল। আগামীকাল শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে কমিশন।