মঙ্গলবার :: ১৫.০৫.২০১৮
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ পারদর্শিতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি। দুর্যোগ মোকাবিলায় আমরা বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সময় কী কী করতে হবে সে ব্যাপারে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া হয়েছে। আমি মনে করি এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় অনেক ভুমিকা রাখবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া এবং দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতি নেয়ার সুযোগটাও আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পাবো। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, “এই স্যাটেলাইটের মাধ্যমে একদিকে যেমন ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেই সাথে আমাদের চিত্তবিনোদন, অর্থাৎ ঘরে বসে টেলিভিশন দেখার প্রযুক্তিতেও আরও সুবিধা যোগ হবে”।