রবিবার :: ১০.০২.২০১৯
তুরস্কের ইস্তাম্বুল নগরীতে একটি এ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, কর্তৃপক্ষকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। গত বুধবার ইস্তামুল নগরীর এশিয়া অংশে অবস্থিত কারতাল এলাকায় আটতলা ভবনটি ধসে পড়ে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে এখনো তা জানা যায়নি। এরদোগান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সোয়লু সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে ও আহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ‘ভবনটির ধ্বংসস্তুপের নিচে ৩৫ জন আটকা পড়েছেন বলে আমাদের ধারণা। এখন পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছে।’ তল্লাশী তৎপরতা অব্যহত আছে বলেও জানান তিনি।