রবিবার :: ১১.১১.১৮
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়ার পর আজ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। দলীয় ২৬ রানে ইমরুল, লিটন দাস ও মোহাম্মদ মিঠুনকে হারায় বাংলাদেশ। ৩ উইকেট হারানোর পর দলকে খাদ থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের দুর্দান্ত জুটি। তাদের ব্যাটিং দাপটে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান। ১ম দিনের শেষ ভাগে মুমিনুল হক ১৬১ রান করে সাজ ঘরে ফিরলেও মুসফিকুর রহিম ১১১ রান করে অপরাজিত রয়েছেন। উইকেটে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে তাইজুল ইসলাম আসলেও ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। দিনের বাকী সময়টা মুশফিক-মাহমুদউল্লাহ নিরাপদে কাটিয়ে দেন। আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে ২য় দিনের খেলা।