শনিবার :: ২৭.১০.২০১৮
শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে তিনতলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। উল্লেখ্য ইঞ্জিনিয়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে পাঁচ লক্ষ টাকার অনুদানে এই ভবন নির্মাণের জন্য ব্যবস্থা করেন। আজ সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে কন্ঠ মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু এবং উদ্বোধনোত্তর মোনাজাত দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, এমদাদুল হক, এনামুল হক, রবিউল আলম বিএল, ও দুরুল হোদা ভিখু, স্কুলের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী।