রবিবার :: ২৭.০৫.২০১৮
উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ২ কোটি ৪৬ লক্ষ ৩৪ হাজার ৩ শত পাঁচ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বাজেট পেশ করেন ইউপি সচিব মুনসুর রহমান। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ফজলুর রহমান। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৩৪ হাজার ৩শত পাঁচ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ৬৯ হাজার ৩ শত পাঁচ টাকা। উদ্বৃত্ত ১ লক্ষ ৬৫ হাজার টাকা।