শুক্রবার :: ১১.০৫.২০১৮
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান আর নেই। তিনি আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউনর)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বিকাল ৫.৩০ মিনিটে আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিন্টু বিশ্বাসসহ অন্যান্যরা। তাকে রাত সাড়ে ৯ টায় রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য তিনি আলিনগর দিয়াড়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।