মঙ্গলবার :: ০৭.০৮.২০১৮
গোমস্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষ হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এসময় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেছা বাবলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুলাহ ও সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যান্যরা। সমাপনী অনুষ্ঠানে ফল চাষে সাফল্য অর্জন করায় চারজন কৃষককে এবং অভিনব কৃষি যন্ত্র উদ্ভাবন করায় কৃষক আব্দুল কাইয়ুমকে পুরস্কৃত করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।