শনিবার :: ২৬.০৫.২০১৮
গোমস্তাপুরে ২৫ পিস ইয়াবাসহ আবু বাক্কার নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার উপপরিদর্শক আসলাম আলী জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বাক্কার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আনেশ আলীর ছেলে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।