বৃহস্পতিবার :: ২৪.০৫.২০১৮
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর নৌকাতলা সাইদুরের বাড়ি হতে একরামুল হক গেন্দু পর্যন্ত ও এনামুলের বাড়ি হতে আনেসুরের বাড়ি পর্যন্ত দুটি রাস্তার প্রায় ৪শ’ মিটার রাস্তা গর্ত ভরাট ও এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির রাজস্ব খাত থেকে ১৬ লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তার কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ উপলক্ষে আজ বিকেলে শিবনগর নৌকাতলা এলাকায় সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মেকাইল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ভাসানী আলী খাদেমুল ইসলাম রনিসহ অন্যরা।