বৃহস্পতিবার :: ১৪.০৬.২০১৮
আন্তর্জাতিক হিফজ, ক্বিরাত ও তাফসীর প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘ সাধারন পরিষদে বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের আলেম- ওলামাদের ভূমিকার ভূয়সী প্রশংসা বিশ্ব দরবারে ইসলাম ও দেশের আলেম-ওলামাদের সম্মান বৃদ্ধি করেছে। দেশে একটি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। চট্রগ্রামে ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী মসজিদেও উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং চট্রগ্রাম ফালাহ মসজিদ কমপ্লেক্স ফাইন্ডেশনের অনুকুলে ন্যস্ত করা হয়েছে। পবিত্র রমজানে মসজিদে মসজিদে ব্যাপক কোরআন শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক বিষয়ে ফতোয়া নিয়ে মতবিরোধ দূর ও সঠিক ফতোয়া প্রদান করার জন্য ৫ জন আলেমকে এমিকাস কিউরি মনোনীত করে তাদের মতামতের ভিত্তিতে উপযুক্ত মুফতিগন ফতোয়া প্রদানের আইনগত অধিকার সংরক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান লাভ ও সঠিকভাবে পালন করার লক্ষ্যে দেশে ৭ টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র গঠন করা হয়েছে। ইসলামের প্রচার বৃদ্ধির লক্ষ্যে পবিত্র কোরআন মুদ্রন, প্রচার ও অনুবাদে সহযোগিতা করা, হিফজ, কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান, মসজিদ নির্মান ও সংস্কারের ক্ষেত্রে কারিগরি ও স্থাপত্য বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সহ আরো কিছু বিষয়ে সৌদি সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।