বুধবার :: ৩০.০৫.২০১৮
হজ্ব ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও রেকর্ড সংখ্যক হজ্বযাত্রী প্রেরণের জন্য হজ্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ সৌদি সরকারের স্বীকৃতি লাভ করেছে। উল্লেখ্য ২০১০-১১ সালে বাংলাদেশ হজ্ব ব্যবস্থাপনায় দক্ষিন এশিয়ায় প্রথম হয়েছে ও কেবল সরকারি হজ্ব ব্যবস্থাপনায় গত বছরই ১ লাখ ২০ হাজার হাজি হজ্বে যেতে সক্ষম হয়েছেন। সারাদেশে ১ হাজার টি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের জন্য ৭৩৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ এবং দ্রুত করা হচ্ছে। কালের আবর্তে হারিয়ে যাওয়া মক্তব শিক্ষার পুনঃপ্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।