বৃহস্পতিবার ঃঃ ১৮.০৫.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে, অনষ্ঠিত আলোচনা সভায় মাদকের কুফল, মাদক প্রতিরোধ, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন। আরও বক্তব্য দেন, ধর্ম বিষয়ক শিক্ষক সৈয়দুর রহমান। পরে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ, প্রধান শিক্ষকের নিকট মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শনের জন্য সিডি, বাঁধাইকৃত পোস্টার তুলে দেওয়া হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।